E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাইফিয়া দরবার শরীফে বাৎসরিক ওরস অনুষ্ঠিত

২০২৫ জুলাই ৩১ ১৮:৫৫:৩৮
সাইফিয়া দরবার শরীফে বাৎসরিক ওরস অনুষ্ঠিত

মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : গতকাল বুধবার লক্ষীপুরস্থ সাইফিয়া দরবার শরীফে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অলিয়ে কামেল শাহসুফী মুর্শিদে হক লক্ষীপুরী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী আল ক্বাদরী-আল চিশতী (রহ.) এর চতুর্থ পবিত্র বেছালে হক দিবস (ওরস মোবারক) অনুষ্ঠিত  হয়। 

৩০ জুলাইয়ের প্রথম প্রহর রাত ১২ টায় রওজা শরীফে গিলাফ পরিবর্তন শেষে জেয়ারত, বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ""পবিত্র ফাতেহা এ মহান মুর্শিদে হক লক্ষীপুরী"" তথা বাৎসরিক ওরস শরীফের আনুষ্ঠানিকতা সুচনা করেন পীর সাহেব ক্বেবলা খলিফায়ে মহান মুর্শিদে হক লক্ষীপুরী আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মাদ আতায়ে রাব্বী সিদ্দিকী (মা:আ:) আস সাইফি।

দিনব্যাপী পবিত্র কোরআান তেলাওয়াত, খতমে তাসমিয়া, তাসবীহ-তাহলীল, জিকির আযকার ও মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দেগীতে পালণ করা হয় বিশেষ দিনটি।

দেশবরেন্য আলেম ওলামাগন তাদের আলোচনায় ইসলামের খেদমতে শাহসুফী মুর্শিদে হক লক্ষীপুরীর জীবনের ত্যাগ তিতিক্ষা প্রচেষ্টা ও সংগ্রামের আলোকিত অধ্যায় তুলে ধরেন। হাজার হাজর ভক্ত আশেকানের উপস্থিতিতে দুইদিনব্যাপী দিবারাত্র মুখরিত ছিলো সাইফিয়া দরবার শরীফ প্রাঙ্গন।

উল্লেখ্য, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা:)এর ৪১ তম ব্বংশপুরুষ শাহসুফী মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী আল ক্বাদরী-আল চিশতী (রহ.) ৩০ জুলাই ২০২১ সালে লাখো লাখো ভক্ত আশেকানকে কাঁদিয়ে প্রভুর প্রেমে সাড়া দিয়ে ধুলির ধরা ত্যাগ করেন। পীর আউলিয়ার চারণভুমি বাংলাদেশের আনাচে কানাচে ইসলামের আলো ছড়িয়ে দিতে সমগ্র জীবনকাল ব্যয় করেন শাহসুফী মুর্শিদে হক লক্ষীপুরী। তিনার স্বহস্তে প্রতিষ্ঠিত সাইফিয়া দরবার শরীফ সমাজ ও দেশ- জাতির কল্যাণে নিবেদিত একটি ইলম ও আদবের মারকায হিসেবে পরিচিত প্রতিষ্ঠান।
দরবার শরীফে প্রতিবছর ৩০ জুলাই অনুষ্ঠিত হয় বাৎসরিক ওরস শরীফ ""পবিত্র ফাতেহা এ মহান মুর্শিদে হক লক্ষীপুরী (রহ.) ""।

বৃহস্পতিবার বাদ ফজর মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এ বছরের পবিত্র ওরস শরীফ।

(এস/এসপি/জুলাই ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test