E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জুলাই পুনর্জাগরণ ও শিশু শহীদদের স্মরণ 

বড়ইছড়ি প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ প্রতিযোগিতা

২০২৫ জুলাই ৩১ ১৯:২০:২০
বড়ইছড়ি প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ প্রতিযোগিতা

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় জুলাই পুনর্জাগরণ-২০২৫” উপলক্ষে এক বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি ঘোষিত এই জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বীর শিশু শহীদদের স্মরণ ও আগামী প্রজন্মকে গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলা।

আজ বৃহস্পতিবার সকালে কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে জুলাই কেন্দ্রিক কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান, রচনা, নাচ এবং চিত্রাংকন প্রতিযোগিতা এবং জুলাই-২৪’ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীর শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ একরাম হোসেন। সহকারী শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার সঞ্চালনায় এসময় স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, সহকারি শিক্ষক সুলতানা বেগম, ফাতেমা জামান চৌধুরী ও জান্নাতুল ফেরদৌস, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি নুরুল আফছার বাবুল, সদস্য মোঃ জাকির হোসেন সুমন, সহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই আয়োজন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং একটি শিক্ষণীয় ও আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

(আরএম/এসপি/জুলাই ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test