E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিসি ইকোপার্ক ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

২০২৫ জুলাই ৩১ ১৯:৩৮:১১
ডিসি ইকোপার্ক ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রস্তাবিত ডিসি’স ইকোপার্কের ডিজাইন তৈরী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ডিজাইন তৈরী গ্রুপের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে ৫০ হাজার টাকা পুরস্কার ও সনদ তুলে দেন।

ইতোপূর্বে গোবিপ্রবি’র স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের ৪ টি গ্রুপে বিভক্ত করে তাদেরকে ডিসি’স ইকোপার্কের ডিজাইন তৈরী করার জন্য বলা হয়।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস,এম রেফাত জামিল, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, এনডিসি রন্টি পোদ্দার, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না ও গোবিপ্রবি’র স্থাপত্য বিভাগের চার গ্রুপের চার শিক্ষার্থী বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও গোবিপ্রবি’র স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে দায়িত্বভার গ্রহণ করার পর জেলার কাশিয়ানী উপজেলার কালনা ঘাটে ২ শ’ একর খাসজমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে। সেখানে এলজিইডি, পাউবো, গণপূর্ত ও সওজ বিভাগের সহায়তায় একটি ডিসি’স ইকোপার্ক তৈরীর উদ্যোগ নেওয়া হয়।

(টিবি/এসপি/জুলাই ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test