E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

র‍্যাব-ট্রাফিকের যৌথ অভিযান: ৩০ মামলা, জরিমানা আদায়

২০২৫ জুলাই ৩১ ১৯:৪০:৩৮
র‍্যাব-ট্রাফিকের যৌথ অভিযান: ৩০ মামলা, জরিমানা আদায়

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে র‍্যাব ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৩০টি যানবাহন মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নানা অসঙ্গতির জন্য চালকদের কাছ থেকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার জামালপুর-মধুপুর মহাসড়কের পুরাতন বাইপাস মোড়ে যৌথ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ট্রাফিক পুলিশ সূত্র জানায়, যৌথ অভিযানে চালকদের ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, ফিটনেস, ইন্স্যুরেন্স, রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিধান লঙ্ঘনের দায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয় ৩০ জন চালকের বিরুদ্ধে। এ সময় ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‍্যাব-১৪, জামালপুর সূত্র জানায়, সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই পরিচালিত হচ্ছে এ ধরনের অভিযান। সাধারণ মানুষেরা যাতে দুর্ঘটনা এড়িয়ে নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে যাতায়াত করতে পারেন, এ লক্ষ্যেই অভিযান অব্যাহত থাকবে।

(আরআর/এসপি/জুলাই ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test