E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ড্যাব কেন্দ্রীয় কমিটির নির্বাচন, আজিজ-শাকুর প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৫ আগস্ট ০১ ১৩:৪২:৪৯
ড্যাব কেন্দ্রীয় কমিটির নির্বাচন, আজিজ-শাকুর প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর কেন্দ্রীয় কমিটির আসন্ন নির্বাচন উপলক্ষে আজিজ-শাকুর প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  গত রাত ৯টায় ফরিদপুর শহরের স্বপ্নছোয়া কমিউনিটি সেন্টারে ড্যাব ফরিদপুর জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ড্যাব ফরিদপুরের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম। প্রধান অতিথির বক্তব্যে আজিজ-শাকুর প্যানেলের মহাসচিব প্রার্থী ডা. আব্দুস শাকুর খান বলেন, “আমরা সবাই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং একই পরিবারের সদস্য। এই ঐক্য ও সংহতিই আমাদের এগিয়ে নিয়ে যাবে। আজিজ-শাকুর পরিষদ একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্যানেল গঠন করেছে, যার লক্ষ্য চিকিৎসক সমাজের অধিকার রক্ষা ও সেবা প্রদান।” তিনি চিকিৎসকদের পক্ষ থেকে আজিজ-শাকুর প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্যানেলের কোষাধ্যক্ষ প্রার্থী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. তৌহিদুর রহমান জন। এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী ডা. আজিজ, সহ-সভাপতি প্রার্থী ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, যুগ্ম-মহাসচিব প্রার্থী ডা. আবু মোহাম্মদ আহসান ফিরোজসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ফরিদপুর মেডিকেল কলেজ ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, ছাত্রদলের সভাপতি ডা. শাকিল, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রুবেল, সিনিয়র সহ-সভাপতি ডা. ইয়ামিন এবং বর্তমান ও প্রাক্তন ছাত্রদল নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এ বছর ভোটার সংখ্যা ৩,১৯০ জন। গত ২৫ জুলাই তফসিল ঘোষণার পর ২৭ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৯ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা এবং ৩০ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

(ডিসি/এএস/আগস্ট ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test