E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় জুলাই শহীদের স্মরণে কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ

২০২৫ আগস্ট ০১ ১৫:৩৪:০৪
সোনাতলায় জুলাই শহীদের স্মরণে কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়া সোনাতলায় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সহ উপজেলার ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে জুলাই পুনর্জাগরণে নানা আয়োজনে অনুষ্ঠান মালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সূচিতে শিশু শহীদদের স্মরণে জুলাই কেন্দ্রিক কবিতা, গান, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ৩১ জুলাই বৃহস্পতিবার বিকেলে দড়িহাঁসরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েতুর রশিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক।

আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশু শহিদদের স্মরণে জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান মালার প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও স্বীকৃতি প্রামাণিক। প্রথমার্ধে অনুষ্ঠানের পর জুলাই ২৪ নিয়ে নির্মিত চলচ্চিত্র উপভোগ করেন উপস্থিত শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে ইউএনও স্বীকৃতি প্রামাণিক শিক্ষার্থীদের কাছে ডেকে তাদের খোঁজখবর নেন।

এ অনুষ্ঠানে উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসের অফিসারগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্ব স্ব ক্লাস্টারের কার্যক্রম মনিটরিং করেন।

(বিএস/এএস/আগস্ট ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test