E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নেতা হতে চাই না, মানুষের পাশে দাঁড়াতে চাই’

২০২৫ আগস্ট ০১ ১৭:২৮:২৪
‘নেতা হতে চাই না, মানুষের পাশে দাঁড়াতে চাই’

নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন বলেছেন, "আমি নেতা হতে চাই না, আমি হতে চাই আপনাদের আস্থার মানুষ।" আমি এসেছি সেবক হয়ে, ভাই হয়ে স্বার্থ ছাড়া, শর্ত ছাড়া আপনাদের পাশে দাঁড়াতে। 

আজ শুক্রবার কাজীরগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, এই মাটিতেই আমার শৈশব কেটেছে। প্রতিটি রাস্তা ঘাট আমার চেনা। তাই সেই চিনা রাস্তায় হেঁটে আমি স্বপ্ন দেখি এমন একটি ইউনিয়নের, যেখানে মা-বোনেরা নিরাপদে থাকবে, দরিদ্র পরিবারের সন্তানেরা সম্মানের সহিত স্কুলে যাবে, কোন বৈষম্য থাকবেনা। সবার জন্য থাকবে সমান ন্যায্যতা।

সভায় আশরাফ উদ্দিন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে বলেন, মাদক ব্যবসায়ী যতই শক্তিশালী হোক, এই ইউনিয়নে তার ঠাঁই হবে না। আমি এখানে এসেছি পরিচিত হতে, এখনই কারও কাছে ভোট চাইছি না। যদি মনে করেন আমি আপনাদের দুঃখ বুঝব, যে কোন অন্যায়ের সামনে মাথা নত করব না, আপনাদের সমর্থনের যোগ্য, তবেই আমাকে সুযোগ দিবেন। তার বক্তব্যে উপস্থিত সাধারণ মানুষের কাছে আশাজাগানিয়া সাড়া পড়েছে।

এক ৭৬ বয়সী স্থানীয় বাসিন্দা বলেন, রাজনীতি অনেক দেখেছি, কিন্তু এমন আন্তরিকতা ও দায়িত্ববোধ বহুদিন পর দেখলাম। আশা করি উনি কথা রাখবেন। মতবিনিময় সভা সফলভাবে আয়োজনের জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান কাজীরগাঁও জামে মসজিদের সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী এবং সেক্রেটারি প্রধান মানিক সরকারকে। সভা শেষে হাজী আশরাফ উদ্দিন মসজিদে নামাজ আদায় করেন এবং মুসুল্লিদের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

(এনকেএস/এসপি/আগস্ট ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test