E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শাপলা বিলে পর্যটকদের সচেতন করতে লিফলেট বিতরণ

২০২৫ আগস্ট ০২ ১৯:১৩:১০
শাপলা বিলে পর্যটকদের সচেতন করতে লিফলেট বিতরণ

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : শাপলার রাজ্য খ্যাত কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রাম। এখানে বছরের একটি নির্দিষ্ট সময়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক নৌকায় ঘুরতে আসে। আনন্দ করে, নেচে-গেয়ে ঘুরে বেড়ায়। গতকাল গাজীপুরের শ্রীপুর ও ভালুকা থেকে পাঁচ বন্ধু ঘুরতে আসেন বামন পদ্মা বিলে। ছোট্ট ডিঙ্গি নৌকায় বিলের মাঝখানে শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে বিলে পড়ে পানিতে তলিয়ে গিয়ে মৃত্যু হয় দুই বন্ধুর। এতে শোকের ছায়া নেমে আসে উপজেলা জুড়ে। 

বিষয়টি নজরে নিয়ে শনিবার দিনব্যাপী পর্যটকদের মাঝে বিভিন্ন নির্দেশসংলিত লিফলেট বিতরণ করেছে জনতার বন্ধু ফাউন্ডেশন। ভিড় বেশি থাকায় শুক্র ও শনিবার এই দুই দিন ওই এলাকায় আগত পর্যটকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সদস্যরা। লিফলেটে উচ্চৈঃস্বরে মাইক/সাউন্ডবক্স না বাজানো, খালের পানিতে বা যত্রতত্র খাবারের প্যাকেট, পলিথিন বা অন্য কিছু না ফেলা, অসদাচরণ থেকে বিরত থাকাসহ নানা ধরনের নির্দেশ দেওয়া হয়েছে।

জনতার বন্ধু ফাউন্ডেশনের সভাপতি শরিফ হোসেন জানান, আজ দিনভর জনতার বন্ধু ফাউন্ডেশন –এর উদ্যোগে পাঁচুয়া এলাকাজুড়ে সচেতনতামূলক লিফলেট ও পেকার্ড স্থাপন করা হয়েছে। স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলা হয়েছে, যাতে তারা ঘুরতে আসা পর্যটকদের অগ্রিম সচেতন করেন এবং চারপাশের পরিবেশ ও নিরাপত্তা সুশৃঙ্খলভাবে রক্ষা করেন। পাশাপাশি নৌকার মাঝিদের জন্য লাইফ জ্যাকেট রাখা ও ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জনতার বন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহফুজ, ধর্মীয় সম্পাদক আরিফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক জহির, ‎সহ ক্রীড়া ও প্রচার সম্পাদক ইউসুফ আলী স্বাধীন, ‎এছাড়া সদস্য সারোয়ার, মারুফ, সিয়ামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(এসকেডি/এসপি/আগস্ট ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test