E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এক মাসের মধ্যে কাজ শুরুর আল্টিমেটাম 

চাটমোহরে সড়ক সংস্কারের দাবিতে ১৪ কি: মি: জুড়ে মানববন্ধন

২০২৫ আগস্ট ০২ ১৯:১৬:৪৪
চাটমোহরে সড়ক সংস্কারের দাবিতে ১৪ কি: মি: জুড়ে মানববন্ধন

শামীম হাসান মিলন, চাটমোহর : পাবনার চাটমোহর জারদিস মোড় থেকে হান্ডিয়াল পর্যন্ত ১৪ কিলোমিটার আঞ্চলিক সংস্কার দাবিতে সড়কের ৯টি পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আঞ্চলিক সড়কটির নয়টি পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে ‘চেতনায় হান্ডিয়াল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানববন্ধনে এলাকাবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চাটমোহরে জারদিস মোড় থেকে হান্ডিয়াল বাঘলবাড়ি পর্যন্ত রাস্তাটি দূরত্ব ১৪ কিলোমিটার। কিন্তু গত কয়েক বছর ধরে এই রাস্তাটি অসংখ্য খানাখন্দে বৃষ্টির পানিতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে তিনটি ইউনিয়নের লাখো মানুষ। এই রাস্তা দিয়ে ঢাকার সাথে সবচেয়ে কম দূরত্বে অসংখ্য যানবাহন ও মানুষ চলাচল করে।কিন্তু গত পাঁচ বছর ধরে রাস্তাটির সংস্কারের অভাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায়ই দুর্ঘটনায় হতাহত হচ্ছে মানুষ। বিশেষ করে অসুস্থ ব্যক্তিকে চাটমোহর উপজেলা হাসপাতালে নিতে পড়াতে সীমাহীন দুর্ভোগ। প্রায়ই দুর্ঘটনায় ক্ষতির স্বীকার হন যানবাহন চালকরা। এর আগে সংস্কার কাজ শুরু করেও জুলাই আগস্টের পরে পালিয়ে গেছে ঠিকাদার। আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রাস্তাটি সংস্কার কাজ শুরু করার দাবি জানান এলাকাবাসী। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

চেতনায় হান্ডিয়ালের আহবায়ক কেএম বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে ও সরকারি অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন, পাবনা-৩ আসনের সাবেক এমপিকে এম আনোয়ারুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, মানববন্ধন আয়োজক উপ-কমিটির আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে পাবনার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম আজিজ বলেন, যে ঠিকাদারের গাফিলতিতে এই জনদুর্ভোগ সে যাতে উপযুক্ত শাস্তি পায় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ করা হয়েছে। আগের ঠিকাদারকে বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে সড়কটির সংস্কার দ্রুত শুরু করা হবে। জনদুর্ভোগ যাতে আর না হয় সে বিষয়ে আমরা আন্তিরকভাবে কাজ করছি। ইতিমধ্যে সড়কটির প্রাথমিক মেরামত কাজ চলমান রয়েছে।

(এসএইচ/এসপি/আগস্ট ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test