E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

২০২৫ আগস্ট ০২ ১৯:২৩:১৯
যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাগেরহাটের চিতলমারীতে তার কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল। 

আজ শনিবার দুপুরে জেলার চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামে নিহত ফাতেমার কবরস্থানে গিয়ে বিমান বাহিনী প্রধানের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মো. আসিফুজ্জামান ও স্কোয়াড্রন লিডার মাফরুহা বেগমের নেতৃত্বে ১৯ সদস্যের একটি দল। বিমান বাহিনীর এই শ্রদ্ধা জানানোর মাধ্যমে ফাতেমার স্মৃতিকে বিশেষভাবে সম্মান জানানো হয়।

‎বিমান বাহিনীর এই প্রতিনিধি দলটি যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে দোয়া ও মোনাজাত শেষে ফাতেমার পরিবারের সদস্যদের সাথে দেখা করে গভীর সমবেদনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে মর্মান্তিভাবে মৃত্যুবরণ করেন ফাতেমা আক্তারসহ ওই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী।

(এস/এসপি/আগস্ট ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test