E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্যাংক ভাঙচুরের ঘটনায় সেই যুবদল নেতা বহিস্কার

আসামি হয়েও প্রকাশ্যে করলেন সংবাদ সম্মেলন মানববন্ধন

২০২৫ আগস্ট ০২ ১৯:৩১:১৯
আসামি হয়েও প্রকাশ্যে করলেন সংবাদ সম্মেলন মানববন্ধন

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে ব্যাংক ভাঙচুর ও শাখা ব্যবস্থাপকসহ কর্মচারীদের মারধরের ঘটনার পর শুক্রবার (১ আগস্ট) বিকেলে উল্টো ব্যাংকের নিচে দাঁড়িয়ে তার অনুসারীদের দিয়ে মানববন্ধন এবং কয়েকজন সাংবাদিককে বাড়িতে ডেকে শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তুললেন ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন। এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) এই ঘটনার পর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। 

অন্যদিকে শুক্রবার রাতে অভিযুক্ত যুবদল নেতাকে দলের প্রাথমিক সদস্যপদ স্থগিতসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। পাবনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক লিটন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। অপরদিকে মামলার আসামী হয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি, মানববন্ধন ও সাংবাদিক ডেকে শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তোলায় নিরাপত্তাহীনতায় ভূগছেন ব্যাংক সংশ্লিষ্টরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এদিকে পুলিশ বলছে অভিযুক্ত লোকমান হোসেনকে খুঁজে পাচ্ছেন না পুলিশ!

জানা গেছে, সময়মতো ঋণ পরিশোধ না করায় লোকমান হোসেনের বিরুদ্ধে ব্যাংকের নিয়মকানুন মেনে আদালতে একটি মামলা দায়ের করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখা কর্তৃপক্ষ। এই খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে কয়েকজন অনুসারী নিয়ে ওই ব্যাংকে গিয়ে শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়নের সাথে বাকবিতন্ডা হওয়ার এক পর্যায়ে ব্যাংকে ভেতরে ভাঙচুর ও শাখা ব্যবস্থাপকসহ কর্মচারীদের ব্যাপক মারধর করে আহত করেন লোকমান হোসেন ও তার অনুসারীরা। পরে গুরুতর আহতাবস্থায় শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়নকে পাশর্^বর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

একই দিনে রাতে শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন বাদী হয়ে চাটমোহর থানায় যুবদল নেতা ও ইউপি সদস্য লোকমান হোসেনকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরেও লোকমান হোসেন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ান। শুধু তাই নয়, শুক্রবার ফৈলজানায় নিজ বাড়িতে বসে কয়েকজন সাংবাদিককে ডেকে উল্টো শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ আনেন ওই নেতা। পরে রাজশাহী কৃষি উন্নয়ণ ব্যাংক ফৈলজানা শাখার নিচে দাঁড়িয়ে মানববন্ধন করেন লোকমান হোসেনের অনুসারীরা।

লোকমান হোসেনের বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন বলেন, ঘটনার পর একটি তদন্তটিম গঠন করা হয়। তদন্ত টিমের প্রতিবেদনে দোষী প্রমাণিত হওয়ায় প্রতিবেদনটি জেলার নেতাদের দেওয়া হয়। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক পদ স্থগিতসহ লোকমান হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

পুলিশের ভূমিকা নিয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ‘আমার বক্তব্যে দেওয়ার দরকার নেই।’ পরে তিনি বলেন, ‘সারারাতভর অভিযান চালিয়ে মামলার আসামী লোকমান হোসেনকে খুঁজে পাওয়া যায়নি। তবে তাকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।’

এ ব্যাপারে আক্ষেপের সুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার হেলাল উদ্দিন বলেন, কতো বড় দুঃসাহস আসামী হয়েও ব্যাংকের নিচে এসে মানববন্ধন করে। এরকম হলে দেশ চলবে কীভাবে? আমি পুলিশের ঊর্ধ্বতনদের সাথে কথা বলেছি। বিষয়টি তারা দেখবেন বলেছেন।

(এসএইচ/এসপি/আগস্ট ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test