E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিরোধপূর্ণ জমির দখল নিয়ে তুলকালাম

শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৪

২০২৫ আগস্ট ০২ ২৩:৫০:৫৩
শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৪

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিরোধপূর্ণ একটি জমির দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫জন। আজ শনিবার বিকেলের দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের কেয়াতলায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চার জনকে আটক করেছে। গুলিবিদ্ধ ব্যক্তিদের প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরপ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- রামজীবনপুর গ্রামের আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আমিনুল ইসলাম (২৮) ও কেয়াতলা গ্রামের আবু সাঈদ (১৫) ও আব্দুল্লাহ আল মামুন (৩৫)।

আর আটক ৪ জন হলেন, শ্যামনগর উপজেলার কেয়াতলা গ্রামের আশরাফুল ইসলাম (২৫) ও আমানুল্লাহ ইমন (২৩) এবং দেবহাটার সখিপুর এলাকার মারুফ হোসেন (২২) ও আব্দুল্লাহ আল মামুন (২০)।

রামজীবনপুর গ্রামের সোহেল আহম্মেদ ও আবুল হোসেন জানান, তাদের গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে শাহাজান ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কেয়াতলার বিরোধীপূর্ণ ১৬ বিঘা সম্পত্তি প্রভাব খাটিয়ে জবর দখলে রেখেছিল। তবে গত বছরের পাঁচ আগস্টের পর উচ্চ আদালতের রায় অনুকূলে থাকার দাবি করে একই এলাকার সোহেল রেজা ফরেজসহ তার পরিবারের সদস্যরা ওই জমি দখল করে নেন। একপর্যায়ে শনিবার বিকেল ৬ টার দিকে একটি বাস ও একটি সিএনজিচালিত অটোতে করে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শাহাজান ওই জমি দখল করতে যান। দখলে বাধা দেওয়ায় শাহাজানের সঙ্গে থাকা কয়েকজন গুলি ছুঁড়লে প্রতিপক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন।

সোহেল রেজা ফয়েজের ভাগ্নে আরিফুল ইসলাম জানান, সমুদয় কাগজপত্র তাদের অনুকূলে। কিন্তু বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত শাহাজান ও তার লোকজন তাদের জমি দখল করে রাখে। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের জমি দখলে নেওয়ার পর শনিবার শাহাজান বাসযোগে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা করে।

পুলিশের হাতে আটক আশরাফুল ইসলাম জানান, তাদের জমি জোরপূর্বক ফয়েজ ও তার লোকজন দখল করে রেখেছিল। শনিবার বিকেলে শরীকদের নিয়ে জমি উদ্ধারে গেলে তাদের ওপর হামলা করা হয়। তবে কে বা কারা গুলি করেছে, সে বিষয়ে তিনি জানেন না বলে দাবি করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেছে। চারজন গুলিবিদ্ধ ও পাঁচজন আহত হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/আগস্ট ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test