E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভোমরা গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন, এরশাদ সভাপতি, তরিকুল সাধারণ সম্পাদক

২০২৫ আগস্ট ০৩ ১৪:৩০:৪৬
ভোমরা গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন, এরশাদ সভাপতি, তরিকুল সাধারণ সম্পাদক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি: নং খুলনা-১১৫৯) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) অনুষ্ঠিত এই নির্বাচনে আনারস প্রতীক নিয়ে মোঃ এরশাদ আলী সভাপতি এবং সিংহ প্রতীক নিয়ে তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোঃ এরশাদ আলী (আনারস) ৭৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল হামিদ (ঘোড়া) পেয়েছেন ৪৩০ ভোট।

সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম (সিংহ) বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১০৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিজুল ইসলাম (হাস) প্রতিকে পেয়েছেন ৬৭ ভোট।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন-
সহ-সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম (টিয়াপাখি) ৬২৯ ভোট পেয়েছেন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আরিজুর রহমান (উড়োজাহাজ) প্রতিকে পেয়েছেন ৪৮০ ভোট।

সহ-সাধারণ সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম-০২ (হাতপাখা) ১০৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মনিরুল ইসলাম-০১ (ঘুড়ি) প্রতিকে পেয়েছেন ৯৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক: খাদেমুল ইসলাম (টেবিল) প্রতিকে ৫৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাঃ কুতুবউদ্দীন গাজী (ট্রাক্টর) প্রতিকে পেয়েছেন ৫৫৪ ভোট।

কোষাধ্যক্ষ: মোঃ কামরুল ইসলাম (খরগোশ) ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আল আমিন হোসেন (জগ) পেয়েছেন ৩৮৪ ভোট।

প্রচার সম্পাদক পদে সেলিম মোল্যা কমলালেবু প্রতিকে ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কারিমুল ইসলাম কাঁঠাল পেয়েছেন ১১৯ ভোট।

দপ্তর সম্পাদক পদে ইয়াসিন আলী ৫৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শরিফুল ইসলাম পেয়েছেন ৪৯৭ ভোট। সমাজ কল্যান সম্পাদক পদে আমির হামজা ঈগল প্রতিকে ৮০০ ভোট পেয়ে বিজয়ী হয়ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পদ্মফুল পেয়েছেন ৩১৭ ভোট।

ত্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে আলাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। কার্যনিবাহী সদস্য পদে আল আমিন চাকা প্রতিকে ৮৩১ ভোট, হযরত আলী মৃধা ৭৫০ ভোট এবং মনিরুল ইসলাম রেডিও প্রতিকে ৭১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ভোমরা স্থলবন্দরের গোডাউন শ্রমিকদের এই নির্বাচনকে ঘিরে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নবনির্বাচিত কমিটি আগামী তিন বছরের জন্য ইউনিয়নের দায়িত্ব পালন করবে। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মো: আব্দুর রউফ, মোঃ আবু মুসা, আসাদুল ইসলাম এবং জি. এম. আব্দুর রহিম আল মেহেদী।

(আরকে/এএস/আগস্ট ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test