E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আহ্বায়ক সহদেব, সদস্য সচিব নির্মল 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সোনারগাঁ উপজেলা কমিটি গঠন 

২০২৫ আগস্ট ০৩ ১৮:৪৮:১০
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সোনারগাঁ উপজেলা কমিটি গঠন 

সোনারগাঁ প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সহদেব দাস শিশিরকে আহ্বায়ক ও নির্মল কুমার সাহাকে সদস্য সচিব করে ৩১ সদস্যের সোনারগাঁ উপজেলা শাখার পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। 

গত শনিবার সোনারগাঁ উপজেলার গোবিন্দপুর শ্রী শ্রী সুরতনাথ ব্রহ্মচারী আশ্রমে এই কমিটি গঠন করা হয়।

অন্যান্য সদস্যরা হলেন- কিশোর সরকার, শান্তি সরকার, রসময় সরকার, বিশ্বনাথ বর্মন, উত্তম দাস, স্বপন চন্দ্র দাস লিটন সাহা, সনজিত সরকার, রজন বর্মন, জীবন চন্দ্র দাস, গনেশ সরকার, অপূর্ব সরকার, হরি বর্মন, রুপন দাস, বিপ্লব বর্মন, ইন্দ্রজিত সুত্রধর, ইমন কুমার বনিক, রাজীব দাস মাষ্টার, লোকনাথ বিশ্বাস, বিনয় চন্দ্র দাস, নির্মল সূত্রধর, নারায়ন চন্দ্র দাস, শরৎ দাস, সুজন বর্মন, সুকুমার সরকার, স্বপন কুমার সাহা, দীপক কুমার বনিক, বিপুল কুমার বনিক, দয়াময় দাস।

অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি বাবু অভয় কুমার রায়, নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু কার্তিক ঘোষ ও সনাতন ট্রিবিউন এর সম্পাদক ও প্রকাশক বাবু বিজয় দাস কাব্য।

এর আগে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রুপগন্জ উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। বাবু বিধান কৃষ্ণ রায়কে সভাপতি ও বাবু রিপন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করা হয়।

(এনকেএস/এসপি/আগস্ট ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test