E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে বিএনপির ওয়ার্ড কমিটির নির্বাচন বয়কট সংবাদ সম্মেলন 

২০২৫ আগস্ট ০৪ ১৫:১৬:৩৩
মহম্মদপুরে বিএনপির ওয়ার্ড কমিটির নির্বাচন বয়কট সংবাদ সম্মেলন 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে উপজেলা বিএনপির-৭২টি ওয়ার্ড কমিটির সদস্য সংগ্রহ,মনোনয়ন ক্রয় বিক্রয়ের পরেও ওয়ার্ড কমিটির আসন্ন নির্বাচন বয়কট করলেন বিএনপির একটি পক্ষ। (৩ আগস্ট) রবিবার বিকালে প্রেসক্লাব মহম্মদপুরে কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বয়কটের বিষয়টি অবহিত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মোঃ মৈমুর আলী মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোঃ মনিরুল ইসলাম মুকুল,জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ শরিফুজ্জামান টুকু, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ মহিদুল ইসলাম প্রমুখ।

জেলা বিএনপি সূত্রে জানা যায়,উপজেলা বিএনপির ৭২-টি ওয়ার্ড কমিটির নির্বাচনের বিষয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ,যাচাই-বাছাই শেষে-৩০ জুলাই নির্বাচনী তফসিল ঘোষণা করেন মহম্মদপুর উপজেলার বিএনপি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটি মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আক্তার হোসেন ও যুগ্ম আহবায়ক মোঃ আমিনুর রহমান খান পিকুল খান।তফসিল মতে ১লা ও ২রা অক্টোবর মনোনয়ন ফরম ক্রয়ের তারিখ,৩রা আগস্ট জমাদানের শেষ তারিখ নির্ধারন করা হয়। যাচাই-বাছাই ও প্রত্যাহারের তারিখ নির্ধারন করা হয় ৪ঠা আগস্ট সোমবার এবং একই দিনে প্রতিক বরাদ্দ করা হবে বলে জানানো হয়।এছাড়া ৮ই আগস্ট রোজ শুক্রবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

এ্যাডঃ মনিরুল ইসলাম মুকুল অভিযোগ করে বলেন, বাড়ি-বাড়ি অবৈধ ভাবে সদস্য অন্তর্ভুক্তি ফরম পাঠানো,প্রতিপক্ষের সদস্যদের প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলা,সার্চ কমিটির অভিযোগ থাকা সদস্যদের বাতিল না করে তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকরন, সদস্য ফরম জমাদানের পরেও অবৈধ ভাবে কাগজপত্র সংযোজন-বিয়োজন,একটি পক্ষের পাল্লা ভারী করতে আওয়ামীলীগ এবং জামায়াতের কম বয়সীদেও কর্মীদের সদস্য হিসেবে নাম অন্তর্ভুক্তিকরন, একই জেলা হওয়া স্বত্বেও মহম্মদপুর উপজেলায় ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে সদস্য অন্তর্ভুক্তিকরন ও দলীয় ত্যাগীদের সদস্য পদ থেকে বাদ দিয়ে দল ত্যাগ করা লোকদের পুনর্বাসন করা সহ নানাবিধ অনিয়ম-অসঙ্গতির অভিযোগ রয়েছে।তাই আমরা আসন্ন ওয়ার্ড কমিটির নির্বাচনকে বয়কট করার বিষয়টি আপনাদের মাধ্যমে অবহিত করছি।

মহম্মদপুর উপজেলার বিএনপি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটি মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আমিনুর রহমান খান পিকুল বলেন,যথাযথ নিয়ম মেনে মহম্মদপুর উপজেলা বিএনপির সার্চ কমিটির সদস্য,মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম আজম সাবু,সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জেলা বিএনপির সদস্য সৈয়দ আরাফুজ্জামান রিংকু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ নজরুল ইসলাম, সাবেক যুগ্ম- আহবায়ক এ্যাডঃ আহসান হাবিব খান সোহেলের উপস্থিতিতেই চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত ও মনোনয়ন ফরম বিক্রয় করা হয়েছে। যেখানে সভাপতি পদে-১৫৩ জন, সাধারণ সম্পাদক পদে-১৯৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে-১৩৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।কমিটির সকল প্রকার দলীয় নিয়ম-কানুন মেনেই বৈধ প্রক্রিয়ায় সকল কার্যক্রম সম্পাদন করা হয়েছে।

মহম্মদপুর উপজেলার বিএনপি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটি মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আক্তার হোসেন জানান,শতভাগ নিয়ম কানুন মেনেই স্বচ্ছতার ভিক্তিতে তফসিল ঘোষণা,মনোনয়ন ফরম বিক্রয় ও আগামী ৮ তারিখে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

সকলের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে।

(বিএসআর/এএস/আগস্ট ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test