E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, মঙ্গলবার খোলা হবে ১৬ টি জলকপাট

২০২৫ আগস্ট ০৪ ১৬:১৯:০৯
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, মঙ্গলবার খোলা হবে ১৬ টি জলকপাট

রিপন মারমা, রাঙ্গামাটি : সপ্তাহজুড়ে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে রাঙ্গামাটি কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপদসীমায় পৌঁছেছে। এ অবস্থায় সোমবার (৪ আগস্ট) বিকালে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতির বিবেচনায় মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় দিকে খুলা হবে বলে জানিয়েছেন কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।

তিনি জানান, সকালে কাপ্তাই লেকের পানির লেভেল ১০৭.৪৯ ফুট মিনস সি লেভেল। হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ মিনস সি লেভেল হলেও বাঁধের বয়সের কারণে ১০৭ এর বেশি হলে এটিকে বিপদসীমা ধরা হয়। কাপ্তাই লেকে পানি উচ্চতা বিপদসীমায় পৌঁছেছে। বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে।

তিনি আরও জানান, একইসঙ্গে কেন্দ্রে ৫টি ইউনিট থেকে সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এ বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ড আরও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিল ওয়ের (জলকপাট) গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

এদিকে, হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চলের প্লাবিত হতে শুরু করেছে। বাঘাইছড়ি, লংগদু উপজেলার বেশকিছু এলাকার মানুষ পানিবন্দি হওয়ার খবর পাওয়া গেছে।

(আরএম/এএস/আগস্ট ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test