E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামরাইয়ে কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা 

২০২৫ আগস্ট ০৪ ১৯:৫৫:৩০
ধামরাইয়ে কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা 

দীপক চন্দ্রপাল, ধামরাই : ধামরাই উপজেলার শিক্ষা অফিসের উদ্দ্যোগে সোমবার দুপুর বারটায় উপজেলা মিলনায়তনে ধামরাইয়ের ১০২ টি  কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ধামরাইয়ে। এই মতবিনিময় সভায় কিন্ডারগাটেনের বিভিন্নদাবী দাওয়া ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন শিক্ষকরা।

এ মতবিনিময় সভায় ধামরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোবাখখারুল ইসলাম মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুন আহাম্মেদ অনীক। বিশেষ অতিথি ছিলেন ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আইয়ূব খান, মোঃ সাঈদুর রহমান, মোঃ লিয়াকত হোসাইন, কোহিনুর ফেরদৌসী। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, আরবান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল মবিন প্রমুখ।

শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারী কিন্ডারগার্টেনের শিক্ষার মানও কোনো অংশে কম নয়। কিন্ত সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারের সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন। কিন্ডারগার্টেন এর শিক্ষকরা খিছু পায়না। এ দিকে তাদের প্রতি নজর দেবার দাবী জানান।শিক্ষকরা বলেন কিন্ডারগার্টেনএর কারনে অনেক বেকারত্ব কিছুটা কমেছে। শত শত শিক্ষক চাকুরী করছেন,এতে কিছুটা হলেও বেকারত্ব কমছে। শিক্ষার্থী বাড়ছে।তারা সরকারী শিক্ষকদের মত বিভিন্ন প্রশিক্ষণ পাবার দাবী করেন।

(ডিসিপি/এএস/আগস্ট ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test