E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালু শেখ গ্রেপ্তার

২০২৫ আগস্ট ০৪ ২০:১৬:৫২
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালু শেখ গ্রেপ্তার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে সদর এলাকা থেকে কালু শেখ (৪০) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৪ আগস্ট) বিকাল অনুমানিক ৪ টা ৫০ মিনিটের দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার মামলা নং- ১৩, তারিখ- ১২ জানুয়ারি ২০১৩ খ্রি.; ধারা- ২২(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ সালের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি কালু শেখ (৪০), পিতা- পান্না শেখ, সাং- পশ্চিম আলীপুর, থানা- কোতোয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেপ্তার করে।

সোমবার (৪ আগস্ট) রাত ৮ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে, সংস্থাটির মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার উত্তরাধিকার ৭১ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

(আরআর/এএস/আগস্ট ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test