E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ 

২০২৫ আগস্ট ০৫ ১৭:৪০:২১
পাংশায় জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ 

একে আজাদ, রাজবাড়ী : পাংশায় জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ীর পাংশায় জুলাই শহিদদের স্মরণে দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা। তিনি বলেন, ৫ আগস্টকে তরুণ প্রজন্ম নাম দিয়েছে ৩৬ জুলাই। জুলাই আন্দোলন ছিল কোঠা আন্দোলন কে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবির মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। অনেক রক্তের বিনিময়ে আজকের এই ৩৬ জুলাই ৫ই আগস্ট পালিত হচ্ছে।

স্বাগত বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আলীমুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণমাধ্যমকর্মী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত গ্রাফিতি ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।

(একে/এসপি/আগস্ট ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test