E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

২০২৫ আগস্ট ০৫ ১৮:৫৮:০১
সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার জনগুরুত্বপূর্ণ সংস্কারাধীন সরকারি কলেজ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার না করা হলে সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

আজ মঙ্গলবার স্থানীয়রা শহরের মোসলেমা একাডেমি সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- মাষ্টার শফিকুল ইসলাম, বেলাল হুসাইন, মাওলানা ইয়াহইয়া, ইব্রাহিম হোসেন, তালিম হোসেন, জয়নুল আবেদিন শামিন, মঞ্জুরুল ইসলাম, জহুরুল হক, নুরুল ইসলাম, আব্দুর রহিম, শিশু আরিফ বিল্লাহ ও আমীর হামজা প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির সময় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহন ও সাধারণ যাত্রীদের জন্য সড়কটি বিপজ্জনক হয়ে উঠেছে।

১৫ এপ্রিল সাতক্ষীরা পৌরশহরে সরকারি কলেজ রোডসহ ১০টি সড়ক সিআরএম প্রকল্পের আওতায় ও জার্মান ভিত্তিক কেএফডব্লিউ এর অর্থায়নে ১৭ কোটি ৪৭ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে পৌরসভার প্রায় ৯ কিলোমিটার এই সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

এর পরে পুরাতন সাতক্ষীরা থেকে সরকারি কলেজ পর্যন্ত অর্ধ কিলোমিটার সড়কের সংস্কারের অংশ হিসেবে সড়ক থেকে পিচ তুলে ফেলা হয় এবং সড়কের দু ধারে ইট বসানোর জন্য গর্ত করা হয়। এর পর থেকে সড়কটিতে আর কাজ হয়নি।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাছের লোক বলে পরিচিত পুরাতন সাতক্ষীরার সোহেল আহম্মেদ জানান,পোস্ট অফিস মোড় থেকে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ যথারীতি চলছিল। এতে বিপত্তি ঘটায় প্রায় এক মাস যাবৎ অতিবৃষ্টি। যে কারণে সংস্কার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এটাকে কাজে লাগিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা কর্মীরা আগামি নির্বাচনকে ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে।

(আরকে/এসপি/আগস্ট ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test