E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বোয়ালমারীতে বিএনপি ও শিবিরের আনন্দ মিছিল

২০২৫ আগস্ট ০৫ ১৯:৪১:৫৮
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বোয়ালমারীতে বিএনপি ও শিবিরের আনন্দ মিছিল

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে আসরের নামাজের পর শহরের প্রধান সড়কে এক জাঁকজমকপূর্ণ আনন্দ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।

মিছিলটি বিভিন্ন স্থান ঘুরে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌর শহরের কৃষি ব্যাংক মোড়, ডাকবাংলো চত্বর ও কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে এসে জড়ো হন।

এ সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আলাদা আলাদা স্থানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস আমাদের স্বৈরাচারবিরোধী সংগ্রামের অনুপ্রেরণা। এই দিনেই দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাস্তায় নেমেছিল। আমরা সেই চেতনায় উজ্জীবিত হয়ে আজকের দিনে নতুন শপথ নিচ্ছি।”

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

(কেএফ/এসপি/আগস্ট ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test