E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর-১ আসনের তিন উপজেলায় জুলাই শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

২০২৫ আগস্ট ০৫ ২২:২২:১২
ফরিদপুর-১ আসনের তিন উপজেলায় জুলাই শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) অস্ট্রেলিয়া বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও সহকারী অধ্যাপক ড. শাহাবুদ্দিন আহমেদের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বোয়ালমারী উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ, সোলনা আলিয়া মাদ্রাসা মসজিদ, হাসামদিয়া মাদ্রাসা মসজিদ, বাবুর বাজার মসজিদ, আলফাডাঙ্গা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ এবং মধুখালী উপজেলার কেন্দ্রীয় বাজার মসজিদে। আছর ও মাগরিবের নামাজ শেষে মুসল্লিরা শহীদদের আত্মার মাগফেরাত, আহতদের আশু রোগমুক্তি এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করেন।

এছাড়া দেশ ও জাতির শান্তি, শৃঙ্খলা এবং সমৃদ্ধির জন্যও আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়। প্রায় হাজার খানেক মুসল্লি এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। ড. শাহাবুদ্দিনের এ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়ে বলেন, “মিছিল-মিটিং করে শহীদদের তেমন উপকার হয় না; বরং তাদের জন্য দোয়া করাটাই বুদ্ধিমানের কাজ।”

(টিউ/এএস/আগস্ট ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test