E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় ট্রলি চাপায় শিশু নিহত

২০২৫ আগস্ট ০৬ ১৬:০২:৪৭
সালথায় ট্রলি চাপায় শিশু নিহত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ট্রলির চাপায় হুসাইন কারিকর (৩) নামে এক শিশু নিহত হয়েছে। 

বুধবার (৬ আগষ্ট) দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী টু বাউশখালী রোডের যদুনন্দী মৌলভীপাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত শিশুটি, যদুনন্দী গ্রামের মৌলভীপাড়া এলাকার নাজমুল কারিকরের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে একটি ট্রলি পুড়েপাড়া থেকে ইট নামিয়ে ফেরত আসার সময় মৌলভীপাড়া আজগরের বাড়ির সামনে শিশু হুসাইনকে চাপা দেয়। তৎক্ষণিক পরিবারের লোকজন উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, ট্রলির চাপায় শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(এএনএইচ/এএস/আগস্ট ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test