E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদাবাজির অভিযোগে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ ৭ জনের নামে মামলা

২০২৫ আগস্ট ০৬ ২০:০৮:১৪
চাঁদাবাজির অভিযোগে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ ৭ জনের নামে মামলা

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদল আহবায়কসহ সাত জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে কালিয়া থানায় মামলা দায়ের করেছেন এক নারী। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ওই চাঁদাবাজির মামলাটি দায়ের করেন কালিয়া পৌরসভার ছোট কালিয়া গ্রামের আকিজ শেখের স্ত্রী রহিমা খানম।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজ বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার নামীয় আসামিরা হলেন- পৌর বিএনপি সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌর কৃষকদলের আহবায়ক গোলাম রসুল মান্দার শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. ইমরান শেখ ওরফে খোকন, পৌর ছাত্রদলের আহবায়ক মিকাইল ওরফে ধলু শেখ, মো. ইনামুল শেখ ওরফে কালু, মো. মিরাজ শেখ ও মো. সাদ্দাম শেখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর স্বামী আকিজ শেখ কালিয়া পৌরসভার কালিয়া মোড়ে রড সিমেন্টের ব্যবসা শুরু করেন। বাদীর স্বামী বিদেশে যাওয়ার পর দীর্ঘদিন ধরে তার দেবর মো. লিকু শেখ দোকানটি পরিচালনা করে আসছিলো। গত বছর আগস্ট মাসের ১০ তারিখে আসামীরা দোকানে এসে লিকু শেখের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আসামীরা আগস্টের ২ তারিখে পূনরায় দোকানে এসে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় লিকু শেখকে কিল ঘুসি মারতে থাকে এবং দোকান থেকে রড, সিমেন্ট ও নগদ টাকা এবং দোকানের সামনে থাকা অব্যবহৃত ৩টা ট্রলি সহ সর্ব মোট ১২ লাখ ২৪ হাজার টাকা মালামাল নিয়ে যায়।

এ বিষয়ে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও এ মামলার আসামি সেলিম রেজা ইউসুফ মুঠোফোনে জানান, এ মামলাটি মিথ্যা ও বানোয়াট। এর সাথে আমার কোন সম্পৃক্ততা নাই।

জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আমি শুনেছি যে থানায় একটি মামলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড করে থাকলে থানায় মামলা হলে আমাদের কি করার আছে। দলীয় কোন ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, ঘটনার সত্যতা পেলে অবশ্যই দলীয়ভাবে আমাদের যা করনীয়, তাই করা হবে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা বলেন, মামলাটির তদন্ত চলমান রয়েছে। সত্যতা পেলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এসপি/আগস্ট ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test