E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

২০২৫ আগস্ট ০৬ ২৩:২০:০০
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৫টায় সাতক্ষীরার ইটাগাছা ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে শুরু হয় এই বিজয় মিছিল। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রহমাতুল্লাহ পলাশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মো. আলাউদ্দীন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি, যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, আবুল হাসান হাদী এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুল আলিম।

বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকার এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। প্রতিবাদী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হাজারো শহীদের রক্তে রঞ্জিত হয়েছে এই মাটি। প্রায় দুই হাজার শহীদ এবং অসংখ্য আহত মানুষের পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত এই দেশকে আর কোনো দুর্নীতিবাজ শাসকের হাতে তুলে দেওয়া যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে সেভাবেই আজ আমাদের সকলকে শপথ নিতে হবে।

সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

(আরকে/এএস/আগস্ট ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test