E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কর্ণফুলি নদীতে তীব্র স্রোত, চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

২০২৫ আগস্ট ০৭ ১৪:৪৬:৫২
কর্ণফুলি নদীতে তীব্র স্রোত, চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাই লেক হতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট দিয়ে ৩ ফুট করে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬ টা হতে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে নদীর দুই পাশে যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েছে। 

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা। এ সময় তিনি আরও বলেন, এই ফেরি চলাচল বন্ধের ফলে রাঙ্গামাটি টু বান্দরবান-: রাজস্থলী সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েন এই রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রী। তাদের বিকল্প হিসাবে ইঞ্জিন চালিত বোটে পার হয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া অতি প্রয়োজনীয় গাড়ি গুলো চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে।

এদিকে মোঃ আইয়ুব আলী, খাগড়াছড়ি হতে বেড়াতে আসা বান্দরবানগামী পর্যটক রতন এবং সোহেলের সাথে কথা হয় চন্দ্রঘোনা ফেরিঘাটে। তাঁরা বলেন, আমরা এক হাইচ খাগড়াছড়ির হতে এসেছি বান্দরবান যাবার জন্য। কিন্তু ফেরি বন্ধ হওয়ায় আমরা চরম দূর্ভোগে পড়েছি।

এদিকে ফেরিঘাটে কথা হয় ফেরির ইনচার্জ মো: আরমান এবং ফেরির চালক মো: আমিনের সাথে। তাঁরা বলেন, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে পানি ছাড়ার ফলে নদীতে অনেক স্রোত। তাই আজ বৃহস্পতিবার সকাল ৬ টা হতে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে স্রোত কমলে যদি নদীতে জোয়ার আসে তখন আমরা ফেরির চালার চেষ্টা করবো।

এসময় ফেরিঘাট কথা হয় সড়ক ও জনপদ বিভাগ (সওজ) রাঙ্গামাটি মেকানিক ফেরির দায়িত্বরত অরুণ বড়ুয়ার সাথে। তিনিও জানালেন, কাপ্তাই লেক হতে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে স্রোতের কারণে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে।

(আরএম/এএস/আগস্ট ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test