E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিশেহারা প্রতিবন্ধীর পাশে ইউএনও ফারজানা আক্তার

২০২৫ আগস্ট ০৭ ১৮:০৯:৩৪
দিশেহারা প্রতিবন্ধীর পাশে ইউএনও ফারজানা আক্তার

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : মাসুম শেখ (৩০) জন্ম থেকেই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামে। বাবা মজিদ শেখ ১০ বছর আগে মারা যান। তারপর মাকে নিয়ে ছিলো তার সংসার। ৪ বছর আগে বিয়ে করেন মাসুম শেখ। পর এনজিও থেকে ঋণ নিয়ে কেনেন একটি ভ্যান। ভ্যানের উপর্জনেই চলতো তার ৩ জনের সংসার। গত ৩১ জুলাই রাতে বাড়ি থেকে উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে যায়। তারপর থেকেই সাহায্যের আশায় দারে দারে ঘুরেছেন। হয়ে পড়েনে দিশেহারা। এরই মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বিষয়টি কুশলী ইউপি চেয়ারম্যান ইসতিয়াক হোসেনের মাধ্যমে জানতে পারনে। পরে তিনি ছুটে যান মাসুমের বাড়িতে। তিনি মাসুমকে ভ্যান কেনার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীকে ২০ হাজার টাকার ব্যবস্থা করে দিতে বলেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ২০ হাজার টাকার চেক মাসুমের হাতে তুলে দেন ইউএনও। বাঁচার নতুন অবলম্বন কেনার টাকা পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী যুবক মাসুম।

আপ্লুত কন্ঠে মাসুমের মা আবেজান বেগম বলেন, আমার প্রতিবন্ধী ছেলে মাসুম ভ্যান চালিয়ে সংসার চালাতো। ভ্যানটি চুরি হওয়ার পর থেকে অনেকের কাছে সাহায্যের জন্য গিয়েছে। কিন্তু কেউ সাহায্য করেনি। পরে কুশলী ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাডাম জানতে পারেন। তিনি মাসুমকে ডেকে এনে ভ্যান কেনার জন্য ২০ হাজার টাকা দিয়েছেন। এ টাকা দিয়ে ভ্যান কিনে আমার ছেলে আয় করে সংসার চালাতে পারবে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, বিষয়টি জানতে পেরে সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী মাসুম শেখের জন্য যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি মাত্র। আগামীতে আর্তমানবতার ও জনসেবায় উপজেলা প্রশাসন কাজ করে যাবে।

(টিবি/এসপি/আগস্ট ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test