E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে ঝুঁকিপূর্ণ কাঠের পুল দিয়ে কয়েক হাজার মানুষের চলাচল                

২০২৫ আগস্ট ০৭ ১৮:৩৭:৩৫
বাগেরহাটে ঝুঁকিপূর্ণ কাঠের পুল দিয়ে কয়েক হাজার মানুষের চলাচল                

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া বাজার সংলগ্ন কাঠের পুলটির দীর্ঘদিন ধরে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই পুলটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ডেবে গেছে এই পুলটি। কাঠের পাটাতন ও রেলিংও ভেঙে গেছে। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে পিলার। এই অবস্থায় প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী, বাজারগামী সাধারণ মানুষসহ কর্মজীবীরা জীবনের ঝুঁকি নিয়ে পুলটি পারাপার করতে হচ্ছে।  

স্থানীয়রা জানান, এই ঝুঁকিপূর্ণ পুলটি সন্যাসী এসপি রাশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এ আর খান ডিগ্রি কলেজ, পশ্চিম খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওলামাগঞ্জ মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থীসহ খাউলিয়া, চালিতাবুনিয়া, নিশানবাড়িয়া গ্রামের মানুষ প্রতিদিন পারাপার করছে। সরকারি ভাবে সংস্কার না করায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে চাঁদা তুলে কয়েকবার কিছু কাঠ দিয়ে মেরামত করা হলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এখন বর্ষা মৌসুমে ভাঙ্গাচোরা পুলটি পারাপারে জনদুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করে। শিশু ও বৃদ্ধদের জন্য এটি হয়ে ওঠেছে মরণফাঁদ।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন, জবেদ আলী, শিক্ষার্থী শুমাইয়া, আশিক ফেরদৌস বলেন, ডেবে যাওয়া নড়বড়ে পুলটি জীবনের ঝঁকি নিয়ে বাধ্য হয়েইে প্রতিদিন পার হতে হচ্ছে আমাদের। যে কোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনাও ঘটে যেতে পারে। আমরা বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি, কিন্তু সমস্যার কোন সমাধান হয়নি।

মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, খাউলিয়া বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা কাঠের পুলটির মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। সংষ্কারে কোন স্থায়ি সমাধান হবেনা। বরাদ্দ পেলেই পুলটি নতুন করে নির্মাণ করা হলে সমস্যার সমাধান হবে।

(এস/এসপি/আগস্ট ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test