E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরের হরিপুরে পৈত্রিক ভিটায়

সাহিত্যিক প্রমথ চৌধুরীর ১৫৭ তম জন্মজয়ন্তি উদযাপন

২০২৫ আগস্ট ০৭ ১৯:০৪:৪৯
সাহিত্যিক প্রমথ চৌধুরীর ১৫৭ তম জন্মজয়ন্তি উদযাপন

শামীম হাসান মিলন, চাটমোহর : পাবনার চাটমোহরে সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ১৫৭তম জন্মজয়ন্তি উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) চাটমোহর উপজেলার হরিপুরে প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটায় জন্মজয়ন্তি উপলক্ষে হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের সহযোগীতায় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ। অনুষ্ঠানমালায় ছিলো উদ্বোধনী র‌্যালী, কেককাটা, কৃতি শিক্ষার্থীদের সম্মননা প্রদানও প্রমথ চৌধুরীর জীবনী ও সাহিত্য নিয়ে আলোচনা সভা। শেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবিতা পাঠ, গান ও নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রমথ চৌধুরীর পারিবারিক ইতিহাস ও ব্যাক্তি জীবন নিয়ে প্রধান আলোচক ছিলেন ডাঃ এস এম আতিকুল আলম।

সকালে হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ ও হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজনের সমন্বয়ে বের হয় বর্নাঢ্য র‌্যালী। র‌্যালীটি হরিপুর বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটায় গিয়ে শেষ হয়। পরে কেক কেটে ও উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, হরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. খলিলুর রহমান, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কফিল উদ্দিন, ডাঃ এস এম আতিকুল আলম, ছাইকোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহকারী অধ্যাপক বজলুর রহমান, মো. শাহজাহান আলী, প্রমথ চৌধুরী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক নবীন চন্দ্র পাল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন সরকার প্রমুখ।

(এসএইচ/এসপি/আগস্ট ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test