E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেফতার ১

২০২৫ আগস্ট ০৭ ১৯:০৭:৪৫
পঞ্চগড়ে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলা শহরের প্রাণ কেন্দ্র সিনেমা হল মার্কেট এলাকায় জাবেদ উমর জয় (১৯) নামের এক কিশোর দৃবৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৬ আগস্ট বুধবার রাত সাড়ে ৮টার দিকে। এই ঘটনায় পুলিশ ঝুনু (২২) নামের ১ জনকে গ্রেফতার করেছে। 

নিহত জয় পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা, সে মৃত জহিরুল হকের ছেলে। জয় ২০২৩ সালে পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। এবছর তিনি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

আজ বৃহস্পতিবার পঞ্চগড় শহীদ মিনার সংলগ্ন ঢাকা -তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে জয়ের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ করেছে জেলাশহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ ছাত্ররা। এসময় বিভিন্ন পেশার জনমানুষরাও বিক্ষোভ অবরোধে অংশ গ্রহণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয়ের সাথে জেলা শহরের নতুন বস্তি এলাকার আল আমিন নামের এক কিশোরের গ্রুপের সাথে বিরোধ চলছিল। বুধবার দুপুরে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। রাতের বেলায় জয় একা সিনেমা হল মার্কেট এলাকায় গেলে ১০-১২ জনের একটি দল জয়কে ঘিরে ফেলে।একপর্যায়ে আল আমিন ছুরি দিয়ে জয়ের পেটে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।ঘাতকদল পালিয়ে যাবার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই আশরাফ বলেন ‘আমি দোকানে যাওয়ার সময় রাতে জয়কে খুঁজছিল কয়েকজন। পরে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি, তাকে আল আমিনসহ কয়েকজন ছুরিকাঘাত করেছে। হাসপাতালে গিয়ে দেখি তার অবস্থা আশঙ্কাজনক। রংপুরে পাঠানোর পর রাস্তায় তাঁর মৃত্যু হয়। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ বলেছেন, ‘ছুরিকাঘাত তরুণের পেটের বাম পাশে বড় ক্ষত ছিল এবং ভুড়ি বের হয়ে গিয়েছিল। এক হাতে প্রতিরোধের চেষ্টার চিহ্নও ছিল। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রংপুরে রেফার করা হয়।’

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, হত্যাকাণ্ডে জড়িত ঘাতকদলের একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছ।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান বলেন, 'পূর্ব শত্রুতার জেরে সংগঠিত হত্যাকাণ্ড। অভিযুক্তদের মধ্যে আল আমিন ও পারভেজের নাম পাওয়া গেছে। এ বিষয়ে থানায় এখন পর্যন্ত (সন্ধা ৬টা ৪০ নাগাদ) কোন মামলা হয়নি। লাশের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

পরিবার সূত্রে জানা যায়, 'নিহতের নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।'

(আরএআর/এসপি/আগস্ট ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test