E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হার্ড লাইনে হাসপাতাল প্রশাসন

ডায়াগনস্টিকের কর্মী ও দালাল নির্মূলে কাজ শুরু

২০২৫ আগস্ট ০৭ ১৯:২০:১৩
ডায়াগনস্টিকের কর্মী ও দালাল নির্মূলে কাজ শুরু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বরিশালের উত্তর জনপদের জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলা হাসপাতালের পুরনো সব চিত্র পাল্টে দিয়ে নতুন করে ঢেলে সাজাতে কাজ শুরু করা হয়েছে।

গণমানুষের আন্দোলনের প্রেক্ষিতে বিতর্কিত স্বাস্থ্য কর্মকর্তার বদলীর পর নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদান করেই রোগীদের শতভাগ সেবা নিশ্চিত করার লক্ষে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছেন। এতে করে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সদ্য যোগদানকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্বগ্রহনের পরপরই জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শৃংখলা প্রতিষ্ঠা ও কার্যকর নজরদারি নিশ্চিত করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করেছেন।

দালাল নির্মূলে কাজ শুরু ঃ হাসপাতালকে দালাল ও ডায়াগনস্টিকের কর্মী মুক্ত করার জন্য বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে মতবিনিময় সভা করে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সভায় তাদেরকে প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নসহ মানসম্মত সেবা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানের পাশাপাশি, বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানের সময় মানদন্ড বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিরীক্ষা কমিটি : হাসপাতালের বহির্বিভাগ, আন্তবিভাগ, এক্স-রে, ল্যাবরেটরি, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম ও অন্যান্য সহায়ক সেবার মান নিশ্চিত করতে একটি নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি গঠণ করা হয়েছে। কমিটিকে দৈনিক ভিত্তিতে সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রতি সপ্তাহে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ওষুধ প্রতিনিধিদের আচরণবিধি নির্ধারণ ঃ অধিকাংশ সময় হাসপাতালের অভ্যন্তরে রোগীদের কাছ থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে ছবি তুলেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। এতে বিব্রতকর অবস্থায় পরেন রোগীরা। এজন্য রোগীদের সেবায় যাতে বিঘœ না ঘটে সেলক্ষ্যে এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখতে অফিস সময়ের মধ্যে চিকিৎসকদের সাথে সাক্ষাৎ ও যোগাযোগের নির্দিষ্ট বিধি নির্ধারণ করা হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য। যা ইতোমধ্যে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

পরিচ্ছন্ন ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন : হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের কার্যক্রম তদারকির জন্য পৃথক তদারকি কমিটি গঠণ করা হয়েছে। কমিটি নিয়মিত ভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করছে। ফলে পূর্বে যে অপরিচ্ছন্ন অবস্থা ছিলো তা থেকে বেশ উন্নতি লাভ করেছে। এছাড়াও হাসপাতাল প্রাঙ্গণে অপ্রয়োজনীয় জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য ২৪ ঘন্টা প্রহরী নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা জানান, সদ্য যোগদানকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিন যোগদানের পরপরই স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহন করেছেন। যা ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এ ধারা অব্যাহত থাকলে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে।

সদ্য যোগদানকারী গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিন বলেন, গৌরনদী উপজেলায় আমার বাড়ি না হলেও এই উপজেলা আমার একটি আবেগের জায়গা। এখানকার প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে গিয়ে যেন কেউ হয়রানির শিকার না হয় আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করেছি।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

(টিবি/এসপি/আগস্ট ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test