E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচি

২০২৫ আগস্ট ০৭ ১৯:২৩:১৫
বরিশালে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। 

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একাদশ দিনের মতো আজ বৃহস্পতিবার সকালের দিকে নথুল্লাবাদ বাসষ্ট্যান্ডে সড়ক আটকে দিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

আন্দোলকারীদের দাবি, স্বাস্থ্যখাতে বৈষম্য চলবে না, সিন্ডিকেট ভাঙতে হবে, শেবাচিমে জনদুর্ভোগ বন্ধ করতে হবে। সংগঠক মহিউদ্দিন রনি বলেন, সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। দশ দিনের আন্দোলনের পর ১১দিনের মতো বরিশালে ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে দাবি করে তিনি আরও বলেন, মন্ত্রণালয় বরিশালের কথা শুনছে না, এটা আর চলতে দেওয়া হবে না।

আন্দোলনকারী রিয়াজুল ইসলাম বলেন, আমরা যখন রাজপথে নেমেছি, তখন স্বাস্থ্যখাতের সংস্কার ছাড়া আমরা ঘরে ফিরবো না। আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

(টিবি/এসপি/আগস্ট ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test