E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এলাকায় শোকের ছায়া 

নড়াইলে কাঁচির কোপে আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

২০২৫ আগস্ট ০৮ ২৩:৫৭:৫২
নড়াইলে কাঁচির কোপে আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় কাঁচির আঘাতে আহত আল-মামুন (১৫) নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল-মামুন নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের ছেলে। তিনি যোগানিয়া ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই বিকেলে মামুন স্থানীয় যোগানিয়া বাজারে প্রহ্লাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে যায়। সেখানে একই এলাকার নলীনি নন্দীর ছেলে শিমুল নন্দীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিমুল ক্ষিপ্ত হয়ে চুল কাটার কাঁচি দিয়ে মামুনের গলায় আঘাত করে। চিৎকার শুনে মামুনের চাচাতো ভাই ওমর ফারুক এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। পরে অভিযুক্ত শিমুল পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মামুন ও ওমর ফারুককে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে মামুনের অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। দীর্ঘ ১৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মামুন শুক্রবার সকালে মারা যান।

মামুনের মামা সাংবাদিক আমানত ইসলাম পারভেজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান শুক্রবার সন্ধ্যায়
বলেন, “এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আরএম/এসপি/আগস্ট ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test