E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শৈলকুপায় বিয়ে বাড়িতে বিএনপি নেতার হামলা, আহত ৭

২০২৫ আগস্ট ০৯ ১৪:১৬:০৩
শৈলকুপায় বিয়ে বাড়িতে বিএনপি নেতার হামলা, আহত ৭

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের হুদাকুশোবাড়িয়া গ্রামে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। হামলায় আহত হয়েছে নারীসহ অন্তত ৭ জন। শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার হুদাকুশোবাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম বিশ্বাসের মেয়ে সাদিয়া জান্নাত’র বিয়ে হয় পার্শবর্তী দোহারো গ্রামের পুলিশ কর্মকর্তা রতন হুসাইনের সাথে। সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিতা শেষে বরযাত্রী চলে গেলে রাত সাড়ে ৮ টার দিকে ওই গ্রামের বিএনপি নেতা লাল্টু মোল্লার নেতৃত্বে তার সহযোগী, ফারুক, আশরাফ সুমন, আতিক, ঝড়ো, আউলিয়া, নিশান, চান্নু, আকিদুলসহ আরও কয়েকজন বিয়ে বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে থাকা নারী-পুরুষকে বেধড়ক মারপিট ও ভাংচুর করে। এতে আহত হয় নারীসহ অন্তত ৭ জন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রিয়াজুল ইসলাম বলেন, আমার চাচা মতিয়ার রহমান বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সভাপতি। আমার বোনের বিয়েতে আমরা বাড়িতে অনুষ্ঠান করেছি এটাই আমাদের অপরাধ। এজন্য শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মোল্লার ভাই বিএনপি লাল্টু মোল্লার নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা চালানো হয়।
এ ব্যাপারে শৈলকুপা থানার এস আই তামিম রহমান বলেন, গতকাল রাতে একটি মারামারির ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে কে বা কারা কি করেছে সেভাবে জানা যায়নি। আমরা অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।
(এসই/এএস/আগস্ট ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test