E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

২০২৫ আগস্ট ০৯ ১৮:০৯:০৬
রাজবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

একে আজাদ, রাজবাড়ী : "আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ"—এ প্রতিপাদ্যে রাজবাড়ীতে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

আজ শনিবার সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর ত্রিপুরা আদিবাসী পল্লীতে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি।কারিতাস বরিশাল অঞ্চলের আইডিপিডিসি প্রকল্পের সহযোগিতায় দিবসটি উপলক্ষে সকালেই অনুষ্ঠিত হয় র‌্যালি ও আলোচনা সভা।

আদিবাসী নেতা অশোক কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আদিবাসী নেতা বাদল চৌধুরী, কারিতাস বাংলাদেশের আইডিপিডিসি প্রকল্পের রাজবাড়ী সিডিও বার্থলোমিও গোমেজ, সিডিএ মিন্টু সাহা ও সুমন বাগদী।

আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও আইনি নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সঠিকভাবে ব্যবহার করা গেলে আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক সংরক্ষণে বড় ভূমিকা রাখতে পারে।

সভায় অশোক কুমার রায় বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আগরতলা থেকে পালিয়ে আমাদের ত্রিপুরা সম্প্রদায় রাজবাড়ীর বারবাকপুরে এসে বসবাস শুরু করে। নানা প্রতিকূলতা মোকাবিলা করে আমরা মূলধারার জীবনে মিশে গেছি। কিন্তু এখনও নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। সম্প্রতি আমাদের এক সম্প্রদায়ের সদস্য জমি বিক্রি করতে গেলে সাব-রেজিস্টার তার জমির রেজিস্ট্রি করেননি। কেন রেজিস্ট্রি হয়নি, তার সঠিক কারণও জানানো হয়নি। এটি সরাসরি অন্যায়, আমরা এর সমাধান চাই।

বক্তারা আরও বলেন, আদিবাসীদের আইনি সুরক্ষা, জমির অধিকার, শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা নিশ্চিত করলেই তাদের জীবনমান উন্নত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি মর্যাদাপূর্ণ জীবন পাবে।

(একে/এসপি/আগস্ট ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test