E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন 

২০২৫ আগস্ট ১০ ১৩:৪৪:৩০
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন 

রূপক মুখার্জি, নড়াইল : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে লোহাগড়া মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

রবিবার (১০ আগষ্ট) ১১ টায় লোহাগড়া প্রেস ক্লাব এবং সাংবাদিক সমাজের আয়োজনে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

দৈনিক কালের কন্ঠের লোহাগড়া প্রতিনিধি সাংবাদিক শিমুল হাসানের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন পত্রিকার লোহাগড়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, মাই টিভির নড়াইল জেলা প্রতিনিধি মো: খায়রুল ইসলাম, প্রথম আলোর লোহাগড়া প্রতিনিধি মারুফ সামদানী, লোহাগড়া প্রেস ক্লাবের আহবায়ক মো: সেলিম জাহাঙ্গীর, সমকালের লোহাগড়া প্রতিনিধি মো: রেজাউল করিম, আমার সংবাদের লোহাগড়া প্রতিনিধি সরদার রইচ উদ্দিন টিপু, চ্যানেল এস টিভির নড়াইল জেলা প্রতিনিধি মো: ওবায়দুর রহমান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতানসহ প্রমূখ।

এ সময় লোহাগড়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা , 'সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ইতোমধ্যে এ হত্যা মিশনে জড়িতদের সনাক্ত করে আটক করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে চাঞ্চল্যকর এ হত্যা মামলার গ্রেফতারকৃত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

(আরএম/এএস/আগস্ট ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test