E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ছাত্রের সাথে মাদ্রাসা শিক্ষকের বিকৃত যৌনাচার, শিক্ষক গ্রেফতার 

২০২৫ আগস্ট ১০ ১৮:৩৫:২৮
ছাত্রের সাথে মাদ্রাসা শিক্ষকের বিকৃত যৌনাচার, শিক্ষক গ্রেফতার 

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর থানা এলাকায় ১৩ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগে সারোয়ার হোসেন (৩১) নামে এক মাদ্রাসা শিক্ষককে শনিবার (৯ আগষ্ট) রাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। আটক হওয়া সারোয়ার হোসেন বানিয়াবাড়ি পোড়াবাড়ি টাঙ্গাইল সদর ‘মাদ্রাসা ক্বাসিমুল উলূম' মাদ্রাসার শিক্ষক। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ভিকটিমের মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রজ্জু করেন। 

থানা পুলিশ জানায়, ‘অভিযুক্ত শিক্ষক সারোয়ার হোসেন মাদ্রাসা ক্বাসিমুল উলূম নামক প্রতিষ্ঠানের হেফজ বিভাগের এক ছাত্রের (১৩) সাথে বিকৃত যৌনাচারে লিপ্ত হন । গত ৭ আগষ্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ৮ আগষ্ট সকালে পরিবারকে বিষয়টি জানালে তারা অভিযুক্ত শিক্ষককে আটক করে।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত শিক্ষক সানোয়ার হোসেন বৃহস্পতিবার রাতে ড্রাগন ফল খাওয়ার কথা বলে শিশুটিকে মাদ্রাসার ভিতর ডেকে নেয় ও তাহার সাথে রাত্রি যাপন করতে বলে। রুমের বাতি বন্ধ করে তাহার হাত পা টিপে দিতে বলে। এসময় অভিযুক্ত শিক্ষক নগ্ন হয়ে বিকৃত যৌনাচারে লিপ্ত হন। এক পর্যায়ে ভয়ভীতি দেখাইয়া ছাত্রের পরিহিত পায়জামা খুলে জোরপূর্বক বলৎকার করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, অভিযুক্ত শিক্ষক সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করানো হবে।এ বিষয়ে শিশু নির্যাতন সংক্রান্ত আইনে মামলা রজ্জু করা হয়েছে ।’

(এসএম/এসপি/আগস্ট ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test