E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল

২০২৫ আগস্ট ১০ ১৯:২৪:১৮
স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাহ বাস টার্মিনাল এলাকা ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন বরিশালের ছাত্রজনতা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে রোগীবাহি অ্যাম্বুলেন্সকে সহজেই ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা।

আজ রবিবার সকালের দিকে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাসটামির্নাল নথুল্লাবাদের সামনের মহাসড়কে বিক্ষোভ শুরু করার পর দুপুরে মহাসড়কের পাশে গিয়ে আন্দোলন করতে বলায়, ছাত্র-জনতার সাথে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। পরে ফের মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা।

যে কারণে রাজধানী ঢাকার সাথে বরিশালের কিছু অংশসহ পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটার সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

সূত্রমতে, গত ১৫ দিন ধরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার তিন দফা দাবিতে ছাত্র-জনতা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এই দাবিতে গত শনিবার ছাত্রজনতা ও বাসশ্রমিকরা মুখোমুখি অবস্থানে গেলে ছাত্রজনতা আড়াই ঘণ্টা ও বাস শ্রমিকরা দেড়ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এছাড়া শুক্রবার সাত ঘণ্টা, বৃহস্পতিবার আড়াই ঘণ্টা নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনের মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীরা অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন। এছাড়াও সারাদেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোতগত উন্নয়ন দরকার। নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারি হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সব হাসপাতালে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ করণ, ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠণ করতে হবে।

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির বিষয়শুনে তদন্ত সাপেক্ষে আবার সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণের জন্য আন্দোলনকারীরা দাবি করেছেন। দ্রুত সময়ে মধ্যে তাদের এ দাবি আদায়ে জন্য আন্দোলনকারীরা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালের রাজপথে আসার আহবান করেন। অন্যথায় তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুশিয়ারী দেওয়া হয়েছে।

মহাসড়ক ব্লকেডের কারণে রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রী আব্দুর রহমান বলেন, প্রচন্ড গরমে গাড়িতে বসে থাকতে খুবই কষ্ট হয়। এভাবে রাস্তা আটকে জনগণের ভোগান্তির কোন অর্থ নেই। তিনি আরও বলেন, ছাত্র-জনতার এ আন্দোলন আমাদের সকলের প্রাণের দাবি, তবে এ দাবি আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করে নয়; দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে করা যেতে পারে।
আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠক মহিউদ্দিন রনি বলেন, তিন দফা দাবিতে গত দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন করে আসছি। প্রথমদিকে আমরা অশ্বিনী কুমার টাউন হলের সামনে, শেবাচিম হাসপাতালের সামনে বিভিন্ন কর্মসূচি করেছি। কিন্তু আমাদের আন্দোলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন ভ্রুক্ষেপ নেই। তাই বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা রবিবারও (১০ আগস্ট) মহাসড়ক অবরোধ করে রেখেছে। কর্মসূচি স্থলের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেবাচিমের ৪৬ জন ট্রলিম্যানকে বহিস্কার ছাত্র-জনতার আন্দোলনের জেরধরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৬ জন স্বেচ্ছাসেবী ট্রলিম্যানকে বহিস্ক্কার করা হয়েছে। রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বহিস্কার করা হয়। পাশাপাশি হাসপাতালের সরকারি স্টাফদের ট্রলিম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। রবিবার (১০ আগস্ট) হাসপাতালের পরিচালকের স্বাক্ষরিত পাঠানো এক প্রেসবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

(টিবি/এসপি/আগস্ট ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test