E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বানারীপাড়া পৌরসভার সড়কের বেহাল দশা

২০২৫ আগস্ট ১০ ১৯:২৬:৫৭
বানারীপাড়া পৌরসভার সড়কের বেহাল দশা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের বানারীপাড়া পৌর শহরের অধিকাংশ সড়ক গর্ত ও খানাখন্দে একাকার হয়ে যানবাহন ও জনসাধারণের চলাচলে অনুপযোগী হয়ে পরেছে। ফলে পৌরবাসীকে প্রতিনিয়ত চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে এ জনদুর্ভোগ বহুগুন বৃদ্ধি পেয়েছে।

অভিযোগ রয়েছে, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এক পশলা বৃষ্টি হলেই পৌর শহরের বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। যেকারণে পৌর শহরের এক থেকে নয় নম্বর ওয়ার্ডের অধিকাংশ সড়কের পিচ, পাথর ও খোয়া উঠে শত শত গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ওইসব গর্তে বৃষ্টির পানি জমে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয় ভূক্তভোগীরা জানিয়েছেন, হাসপাতালের সামনের সড়কের অবস্থা এতোটাই খারাপ যে, সুস্থ মানুষের চলাফেরাই কষ্টকর। সেখানে রোগীদের নিয়ে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অপরদিকে পৌর শহরের মধ্যকার বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের মধ্যকার সড়কটির প্রধান গেট স্কুল চলাকালীনসহ বিভিন্ন কারনে বন্ধ থাকায় বাইপাস সড়কটি ছয় নম্বর ওয়ার্ড দিয়ে বাসস্ট্যান্ড ও কলেজ মোড় যেতে চলাচলকারী সর্বসাধারণের জন্য দুর্বিষহ হয়ে পরেছে। এছাড়া রাস্তা কেটে ড্রেন নির্মাণ করা ও ব্যক্তিগত বাসা-বাড়ির পানির লাইন ড্রেনের সাথে সংযোগ দেয়ার ফলে সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সড়কগুলো সংস্কার না করায় খানাখন্দে একাকার হয়ে গেছে। এসব সড়ক দিয়ে প্রতিনিয়ত ইজিবাইক, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার স্বীকার হচ্ছে। সড়কের অবস্থা চরম বেহাল হওয়ায় জনসাধারণের পায়ে হেঁটে চলাচলও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে বানারীপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমান বলেন, পৌর এলাকার সড়কগুলোর চলমান সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের চেষ্টা অব্যাহত রয়েছে।

(টিবি/এসপি/আগস্ট ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test