E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

২০২৫ আগস্ট ১১ ১৪:২৫:০৬
বোয়ালমারীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে সাপ্তাহিক চন্দনা পত্রিকা পাঠক মেলা ও স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার ওয়াপদামোড়ে কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমার দেশ পত্রিকার প্রতিনিধি ও সপ্তাহিক চন্দনার নির্বাহী সম্পাদক এস. এম. রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী, সাপ্তাহিক চন্দনা সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, দেশ বার্তা প্রতিনিধি সনত চক্রবর্তী, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, সাংবাদিক নাগর মিয়া, টুটুল বসু, রুবেল মিনা, রবিউল ইসলাম, আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

বক্তারা বলেন, “সাংবাদিকরা দেশ ও সমাজের জন্য কাজ করেন, সত্য তুলে ধরেন। একজন সাংবাদিক অপরাধীদের বিরুদ্ধে সংবাদ করলেই যদি তাঁকে হত্যা করতে হয়, তবে এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়—এটি গণমাধ্যম ও মুক্তচিন্তার ওপর নগ্ন আঘাত। সাংবাদিক হত্যার বিচার দ্রুত না হলে, দেশে সঠিক তথ্য ও স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।”

তারা আরও বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা তুহিন হত্যার দ্রুত বিচার, দোষীদের কঠোর শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর আইন প্রয়োগের দাবি জানাই।”

(কেএইচএফ/এএস/আগস্ট ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test