E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে ফের বেড়েছে ডিমের দাম

২০২৫ আগস্ট ১১ ১৮:১০:১৪
রাজবাড়ীতে ফের বেড়েছে ডিমের দাম

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে সরবরাহ কমের অজুহাতে ডিমের দাম আবারও বাড়ানো হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে প্রতি পিচ ডিমের দাম আকার ভেদে বেড়েছে ১ টাকারও বেশি। সে হিসেবে প্রতি হালি ডিমে দাম বেড়েছে ৪ টাকার মতো। আর ডজনে বেড়েছে প্রায় ১২ টাকারও বেশি।

জানা যায়, গত সপ্তাহে ডিমের দাম বেড়ে প্রতি ডজনে বিক্রি হয়েছে ১২০ টাকায়। প্রতি ডজনে দাম বেড়েছিল প্রায় ২৪ টাকার মতো। কিন্তু চলতি সপ্তাহে দাম আবারও বেড়ে ডজন বিক্রি হচ্ছে ১৪০/১৪৪ টাকায়। বাজারে প্রতি এক ঝুড়ি (৩০টি) ডিমের দাম গত সপ্তাহে আকার ভেদে ৩০০/৩১০ টাকায় বিক্রি হলেও বর্তমানে সে একই ডিম বিক্রি হচ্ছে ৩৩০/৩৪০ টাকায়। ঝুড়ি প্রতি দাম বেড়েছে ৩০ টাকা।

এদিকে, এক শ ডিমে বাজার দর এক শ টাকা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার এক শ থেকে এক হাজার দুই শ টাকারও বেশি। প্রতি এক হাজার ডিম আকার ভেদে বর্তমানে পাইকারি বাজারে ১১ হাজার থেকে সাড়ে ১১ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, ডিমসহ নিত্যপণ্য সামগ্রীর বাজার দর নিয়ন্ত্রণে কোনো তদারকি না থাকায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই।

ব্যসায়ীরা জানান, গত সপ্তাহের চাইতে চলতি সপ্তাহে এক হাজার ডিমে দাম বেড়েছে এক হাজার টাকা। গত সপ্তাহে এক হাজার ডিমের দাম ছিলে ১০ হাজার টাকা। ডিমের দাম বাড়ার কারণে বিক্রিও কমে গেছে।

গত সপ্তাহেও রাজবাড়ীতে ডিমের দাম বৃদ্ধি পায়। সে সময় প্রতি ডজন ডিম ৯৬ টাকা থেকে বেড়ে বিক্রি হয় ১২০ টাকায়। এ সপ্তাহে ফের বাড়ল ডিমের দাম।

(একে/এএস/আগস্ট ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test