E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে জাতীয় যুব দিবস অনুষ্ঠিত

২০২৫ আগস্ট ১২ ১৬:০৫:৫৩
সুবর্ণচরে জাতীয় যুব দিবস অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : "প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, সনদ পত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণ্যাঢ র‍্যালি বাহির হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

সুবর্ণ ইয়ুথ অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক মহিব উল্যাহ মহিব এর সঞ্চালনায়, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) ছেন মং রাখাইন, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. নুরুন নবী, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবিন, সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন, হানিফ মাহমুদ প্রমুখ।

দিবসটি উপলক্ষে সফল সংগঠক হিসেবে ৬ টি সংগঠনকে ক্রেস্ট প্রধান করা হয়।

সেচ্ছাসেবী দুইটি সংগঠণকে যুব অধিদপ্তর কর্তৃক রেজিট্রেশন সনদ তুলে দেওয়া হয়। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে তরুণ উদ্যোক্তা ১২ জন নারী পুরুষের মাঝে ৮ লাখ টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়।

(আইইউএস/এএস/আগস্ট ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test