E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা 

২০২৫ আগস্ট ১২ ১৮:৩১:৩৬
ঈশ্বরগঞ্জে যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়াইপিএজির সহযোগিতায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।

উপজেলা সুজন সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিবুজ্জামান শাকিব,সাংবাদিক মো. সেলিম, ফয়সাল আহমেদ, হাবিবুর রহমান, ওয়াইপিএজির কো-অর্ডিনেটর রোমান কবীর, সদস্য তানজিলা আক্তার পলি, যুব সংগঠক উদ্যোক্তা ইসরাত জাহান, বাবুল মিয়া প্রমুখ।

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যের আলোকে সভার শুরুতেই যুবদের সাথে মুক্ত আলোচনা হয়। মুক্ত আলোচনায় বক্তরা বলেন যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হলে বহুমুখি প্রশিক্ষণের কোন বিকল্প নেই। কৃষি মৎস্য পশু সম্পদ ও যুব উন্নয়ন বিভাগের মাধ্যমে যুবদের প্রশিক্ষণের ব্যবস্থা করে সহজ শর্তে ঋণ প্রদান করলে যুবরা স্ব স্ব ক্ষেত্রে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি দুজন সফল উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণ করেন।

(এন/এসপি/আগস্ট ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test