E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বৃক্ষরোপণ

২০২৫ আগস্ট ১২ ১৯:৫১:৪৭
সুবর্ণচরে যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বৃক্ষরোপণ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী: প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহু পাক্ষিক অংশীদায়িত্বে অগ্রগতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে, পিকেএসএফ এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় আজ মঙ্গলবার চর বাটা খাসের হাট বাজারে  রেইজ প্রজেক্ট এক বর্ণাঢ্য র‍্যালি বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করে রালি শেষে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কেইস ম্যানেজমেন্ট অফিসার মোঃ কেফায়েত উল্লাহ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খুরশীদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উপ-পরিচালক মাইক্রো ফিন্যান্স,
আলহাজ্ব শামসুল হক, ফোকাল পারসন রেইজ প্রজেক্ট, মিজানুর রহমান, অধ্যাপক সৈকত সরকারি কলেজ, জহিরুল ইসলাম কোঅর্ডিনেটর রেইজ প্রজেক্ট।

সভায় বক্তাগণ বলেন আমাদের দেশকে এগিয়ে নিতে হলে আমাদের যুব সমাজকে নিম্ন প্রযুক্তির ফাঁদ থেকে বেরিয়ে এসে উন্নত প্রযুক্তির ব্যবহার শিখতে হবে, এক্ষেত্রে পিকেএসএফ এর সহযোগিতায় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা রেইজ প্রজেক্ট এর মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, রেইজ প্রজেক্ট শিক্ষানবিশি কার্যক্রমের মাধ্যমে অদক্ষ বেকার যুবদের মানসম্মত কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান ঋন স্বেচ্ছা ও সেবা মূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে, আলোচনায় কোঅর্ডিনেটর জনাব জহিরুল ইসলাম বলেন রেইজ প্রজেক্ট গত তিন বছরে ৩৭৪কে ছয় মাস ব্যাপী গুরু শিষ্য প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বর্তমানে আরো ৫৩৬ জনের কার্যক্রম চলমান রয়েছে, এছাড়াও আমরা ৯২২ জন তরুণ উদ্যোক্তা কে প্রশিক্ষণ প্রদান করি।

(এস/এসপি/আগস্ট ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test