E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কালুখালীতে ভ্যান ও পিকআপের সংঘর্ষে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর 

২০২৫ আগস্ট ১৩ ১৬:০৭:৪৯
কালুখালীতে ভ্যান ও পিকআপের সংঘর্ষে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আমজাদ বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ আগষ্ট) সকাল ১০টার দিকে ঢাকা–কুষ্টিয়া মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া মোড়ের চরনারায়নপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ বিশ্বাস পাংশা পৌরসভার গুদিবাড়ি এলাকার মৃত ফটিক বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাংশা থেকে সোনাপুরগামী একটি ভ্যান ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালক আমজাদ বিশ্বাস মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ হারুন-অর-রশিদ বলেন,নিহত মাছ ব্যবসায়ী আমজাদ বিশ্বাস ভ্যান চালিয়ে সোনাপুরের দিকে যাচ্ছিলো।সামনে থেকে পিক-আপ ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(একে/এএস/আগস্ট ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test