E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীর আমজাদ হত্যা মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার 

২০২৫ আগস্ট ১৩ ১৬:১১:০৮
রাজবাড়ীর আমজাদ হত্যা মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার 

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার আসামি ওবায়দুলকে (৩২) ফরিদপুরের কোতয়ালীতে র‍্যাব-১০ গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার গাবলা গ্রামের মো. মেহের মোল্লার ছেলে। 

মঙ্গলবার রাত ১০টার সময় র‍্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সন্ধ্যা পৌনে ৭টার সময় আমজাদ খানের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আসামি মো. ওবায়দুল মোল্লাসহ অপরাপর আসামিগণ রাজাবাড়ী জেলার সদর থানার মুচিদহ এলাকায় বসতবাড়িতে প্রবেশ করেন। দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজবাড়ী জেলার সদর থানায় গত ২৪ জলাই মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‍্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল ওই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এদিকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ১০টার সময় র‍্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার আসামি মো. ওবায়দুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।’

(একে/এএস/আগস্ট ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test