E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

টাঙ্গাইলে উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ গ্রেপ্তার ৩৪

২০২৫ আগস্ট ১৩ ১৮:৩৭:৫৮
টাঙ্গাইলে উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ গ্রেপ্তার ৩৪

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের সময় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে শহরের ভিক্টোরিয়া রোডস্থ শতাব্দী ক্লাবে ও ফ্রেন্ডস ক্লাবে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী (৫০), কালিবাড়ি এলাকার বিধুণ ভুষনের ছেলে রক্ষিত বিশ্বজিৎ (৫৫), সবুর খান বীর বিক্রমের ছেলে মো. শাহ আলম খান মিঠু (৫৫), করটিয়ার ইসমাইলের ছেলে মোস্তফা কামাল (৫৮), দিঘুলিয়ার জসিম উদ্দিন (৫৭), বাঘিলের গোলাম মাওলা (৪৮), থানাপাড়ার শাহিন আহমেদ (৫০), আবু জাফর খান (৪৪), বিশ্বাস বেতকার মো. আব্দুর রশিদ (৫৫), আকুর টাকুর পাড়ার মঈন খান (৬০), সাবালুয়ার বিশ্বনাথ ঘোষ (৫৪), একে এম মাসুদ (৫৫), বেতকার শিপন (৫৮), আকুর টাকুর পাড়ার বিএনপি নেতা শফিকুল ইসলাম (৬০), বেপারী পাড়ার এস এম ফরিদ আমিন (৫৫), কবির হোসেন (৫০), আদালত পাড়ার মোশারফ উদ্দিন (৫০), ঘারিন্দা এলাকার হাবিল উদ্দিন (৪০), বেতকার মহব্বত আলী (৫৫), আকুর টাকুর পাড়ার জাহিদ (৪৪), থানা পাড়ার প্রিন্স খান (৬৫), সৈয়দ শামসুদ্দোহা (৪৫), আদালত পাড়ার রফিকুল (৫৫), বিশ্বজিৎ (৪৫), পাড় দিঘলিয়ার সাদেকুর, কাজিপুরের সেলিম (৪৫), আদালত পাড়ার হাসান আলী (৫০), বিশ্বাস বেতকার রফিক আদালত পাড়ার শাহ আলম (৫৫), সিরাজুল (৪৫), বিশ্বাস বেতকার আশিকুর রহমান (৪৬), আদি টাঙ্গাইলের শফিক (৫২), বিশ্বাস বেতকার আখতারুজ্জামান (৪৩), আশেকপুর এলাকার আরমান (৪৩) ও ছয়আনি পুকুর পাড় এলাকার শামসুল হক (৫৬)।

এসময় গ্রেফতার কৃতদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১৬ বান্ডিল তাস, নগদ ১ লক্ষ ৪৯ হাজার ৪ শত ১০ টাকা উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহম্মেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক ও জুয়া সংক্রান্ত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(এসএএম/এএস/আগস্ট ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test