E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তন

২০২৫ আগস্ট ১৪ ১৪:৪৭:০০
শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথীয়া গ্রামে আব্দুল জলিল মোল্লা (৭০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। বুধবার রাত ৮ টার দিকে গ্রামের লাঙ্গলবাধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল জলিল মোল্লা ওই গ্রামের মৃত জহর মোল্লার ছেলে। সে লাঙ্গলবাঁধ বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

আহতের স্বজনরা জানায়, বুধবার রাত ৮ টার দিকে জলিল মোল্লা লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথে লাঙ্গলবাধ বাজার এলাকার সাকোর কাছে পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের বিএনপি নেতা হারুন, ফারুক, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মন্ডল, শাহীন চুন্নুসহ আরও কয়েকজন তার উপর হামলা চালায়। হামলাকারীরা জলিল মোল্লাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পায়ের রগ কেটে যাওয়ায় বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে চিকিৎসক।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, জলিল মোল্লা নামের একজন আহত হয়েছে শুনেছি। কিন্ত তাদের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসই/এএস/আগস্ট ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test