E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভবন নির্মাণে অনিয়ম, ভেঙ্গে নতুন করে নির্মাণের নির্দেশ দিলেন ইউএনও

২০২৫ আগস্ট ১৪ ১৯:১৩:২৪
ভবন নির্মাণে অনিয়ম, ভেঙ্গে নতুন করে নির্মাণের নির্দেশ দিলেন ইউএনও

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নির্মাণাধীন মাদ্রাসা ভবনের রেলিংয়ে রড কম ও ফ্লোর ঢালাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার গরঙ্গল দাখিল মাদ্রাসার।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে তিন কোটি ছাব্বিশ লাখ টাকা ব্যয়ে গরঙ্গল দাখিল মাদ্রাসার চারতলা ভবনের নির্মাণে অনিয়ম করে আসছিলো মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকেরা। বিষয়টি শিক্ষা অধিদপ্তরের গৌরনদীতে দায়িত্বরত কর্মকর্তাকে একাধিকবার জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেয়নি। যে কারণে আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করতে বাধ্য হই। ওই অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেলে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা ঘটনাস্থলে আসেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রিফাত আরা মৌরি জানান, অভিযোগের সত্যতা পেয়ে সমস্যাযুক্ত স্থান ভেঙ্গে নতুন করে নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গৌরনদীতে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মো. মানজিল আলমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

তবে পরিদর্শনকালে সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানিয়েছিলেন, আমাদেরকে না জানিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকেরা তিন তলার রেলিংয়ে দুইটি করে রড দিয়ে ঢালাই দিয়েছে এবং ফেøারে কিছু সমস্যা সৃষ্টি করেছে। যা ভেঙ্গে নতুন করে নির্মান করা হবে।

(টিবি/এসপি/আগস্ট ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test