E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

২০২৫ আগস্ট ১৪ ১৯:২৩:০৯
১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার স্পর্শকাতর স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ জেলায় ৯শ’ পুলিশ সদস্য কর্মরত রয়েছে। এছাড়া আশপাশের জেলা থেকে পুলিশ সদস্যদের গোপালগঞ্জে আনা হয়েছে। সেনাবহিনী, র‌্যাব ও এপিবিএন সদস্যদের পাশাপশি আইনশৃংখলা রক্ষা বাহিনী নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা বা উপজেলা সদর কেন্দ্রীক কোন কর্মসূচী আওয়ামী লীগ ঘোষণা করে নি। তবে গ্রামগঞ্জে দিবসটি তাৎক্ষনিকভাবে পালিত হতে পারে।

গোপালগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজের পোস্ট থেকে জানাগেছে, আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিনান্স) মোহাম্মদ আবদুল মাবুদ, এবং অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মোঃ সিদ্দিকুর রহমান গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পদস্থ কর্মকর্তাদের নিয়ে সভা করেছেন। এ সভায় ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা ডিউটি তদারকি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত অফিসার/ফোর্সদের তারা প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সভায় গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মো: সারোয়ার হোসেন জানিয়েছেন, ১৫ আগস্ট সামনে রেখে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যতটুকু থ্রেট আছে, সেটি মোকাবেলা করার মতো পর্যাপ্ত পুলিশ রয়েছে। এপিবিএন, সেনা বাহিনী, র‌্যাব এছাড়াও আইনশৃংখলা রক্ষা বাহিনী নিরাপত্তা কাজে নিয়োজিত থাকছে।

ওই কর্মকর্তা আরো জানান, ১৫ আগস্ট জেলা বা উপজেলা সদর কেন্দ্রীক আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কোন কর্মসূচী নেই। গ্রামগঞ্জে তাৎক্ষনিকভাবে কর্মসূচী পালিত হতে পারে বলে আমাদের কাছে খবর আছে। সে বিষয়েও আমরা সজাগ দৃষ্টি রাখছি।

(টিবি/এসপি/আগস্ট ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test